ভ্যানের উপর ফিতা দিয়ে সাজানো শাপলা পাতা মাছ/ ছবি: বাংলানিউজ
বরিশাল: ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ। পরে মাছটি বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন জেলেরা।
রোববার (০১ এপ্রিল) সকালে মাছটি কেটে ভাগ দিয়ে প্রতিকেজি ৫০০ টাকা করে বিক্রি করছেন মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী।
মাসুম জানান, গত শুক্রবার (৩০ মার্চ) রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
পরে শনিবার (৩১ মার্চ) মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক। সেখান থেকে সকালে মাছটি কিনে প্রতিকেজি ৫০০ টাকা করে ভাগ দিয়ে বিক্রি করছেন বলেও জানান মাসুম।
বরিশাল মৎস্য কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, এ মাছের ইংরেজি নাম (Leopard Stingray)। স্থানীয় নাম শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস। এ মাছ গুলো উপকূলীয় অগভীর নদী, প্যারাবনে (ম্যানগ্রোভ) পাওয়া যায়।
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, শাপলা পাতা মাছটি কাটার আগে উৎসুক জনতা খবর পেয়ে বরিশাল নগরের পোর্ট রোডের মাছের পাইকারি বাজারে দেখার জন্য আসেন। এর আগে বিশাল আকারের এ মাছটি ভ্যানে করে রঙ-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।