ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ৭ কেজি রূপার গহনা উদ্ধার, ফেন‌সি‌ডিলসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, এপ্রিল ১, ২০১৮
সাতক্ষীরায় ৭ কেজি রূপার গহনা উদ্ধার, ফেন‌সি‌ডিলসহ আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমা‌ন্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। একই অভিযানে ৪০০ বোতল ফেন‌সি‌ডিলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

রোববার (১ এ‌প্রিল) ভোরে সদর উপ‌জেলার বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুশখালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বিজিবির বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন বাংলা‌নিউজ‌কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবি সদস্যরা কালিয়ানি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে নিয়ে আসা ৪০০ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করা হয়। প‌রে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি রূপার গহনা জব্দ করা হয়। গহনাগুলো রবিউলের কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।