শনিবার (৩১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। লুৎফুর রহমান বানিয়াচং উপজেলার কদুপুর নোয়াগাঁও গ্রামের মৃত কাজী মদরিছ মিয়ার ছেলে।
স্থানীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি ইমা (থ্রি-হুইলার) লুৎফুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা লুৎফুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসআই