শনিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের এনসিটিবি মার্কেট সংলগ্ন মদিনা সিডের গোডাউন থেকে পাটবীজ বস্তাগুলো জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকারের নেতৃত্বে বিজিবি ২৯ ব্যাটালিয়ন দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক রেজা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অধিনায়ক রেজা বাংলানিউজকে বলেন, পাইকারি বিক্রির উদ্দেশে মদিনা সিডের মালিক আব্দুল মমিন মেয়াদউত্তীর্ণ ও নিম্নমানের ভারতীয় বিভিন্ন কোম্পানির সিল যুক্ত প্যাকেট করা পাটবীজ গোডাউনে মজুদ করেন। এসব মেয়াদউত্তীর্ণ ও নিম্নমানের বীজ ক্রয় করে জমিতে বপণ করলে কৃষকরা ক্ষতির শিকার হতো।
গোপন সংবাদরে ভিত্তিতে অভিযান চালিয়ে গোডাউনে ৫০ কেজি ওজনে প্রায় ১ হাজার বস্তা মেয়াদউত্তীর্ণ পাটবীজ জব্দ করা হয়। তাছাড়া এসব পাটবীজ ক্রয়ের বৈধ্য ও আমদানীর কোনা কাগজপত্র দেখাতে না পারায় মদিনা সিডের স্বত্তাধিকারী আব্দুল মমিনের ভাই আব্দুল মুকুলকে আটক করা হয়েছে। জব্দ করা ১ হাজার বস্তা পাট বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকার বাংলানিউজকে বলেন, পাটবীজ জব্দরের ঘটনায় আটক মুকুল ও তার ভাই মমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশে সময়: ০৬১৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জিপি