শনিবার (৩১ মার্চ) রাতে শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য সচিব বলেন, সাংবাদিকতা দেশের সুশাসনের একটি স্তম্ভ।
প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাংবাদিক মিজানুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।
এরআগে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ড আয়োজিত কৃতজ্ঞতা প্রকাশ ও মতবিনিময় সভায় তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বাউফল পৌর মেয়র জিয়া উল হক জুয়েলসহ অতিথিরা।
সভার আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল মালেক ২০ নম্বর ওয়ার্ডে স্থাপন করা এলিডি বাল্বসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
এদিকে দুপুরে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনিযুক্ত তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএস/জিপি