মহান স্বাধীনতা ও জাতীয় উপলক্ষে শনিবার (৩১ মার্চ) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগের আয়োজনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের মাধ্যমে এ ঘোষণা দেন নাসিম।
এ সময় স্বামী হারানো শহীদ জননীকে সংবর্ধনাও দেওয়া হয়।
পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াসিন শরীফ মজুমদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন চৌধুরী নাসিম প্রতিমাসে ফেনী জেলা ছাত্রলীগের মাধ্যমে মেহেরজানের কাছে অনুদানের ১০ হাজার টাকা পৌঁছে দিবেন।
এরআগে মোশারফ হোসেন সোহাগসহ বেশ কিছু তরুণ মিলে মেহেরজানের জন্য বিছানা খাটসহ গৃহ সামগ্রী কিনে দেন।
সম্প্রতি বাংলানিউজসহ বেশ কিছু সংবাদমাধ্যমে মুক্তিযুদ্ধে স্বামী হারানো ও ৬ শহীদ সন্তানের জননী মেহেরজান বিবিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। সাহায্যের হাত বাড়ায় ভিত্তবানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসএইচডি/জিপি