শনিবার (৩১ মার্চ) রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোর্শেদুল হক কক্সবাজারের রামু এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল জানান, মোর্শেদুল কক্সবাজারের রামু এলাকা থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবার চালানটি নারায়ণগঞ্জের একাধিক মাদক বিক্রেতার কাছে সরবরাহের উদ্দেশে নিয়ে এসেছিলো। সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
তিনি বলেন, নারায়ণগঞ্জে কোন কোন মাদক বিক্রেতার কাছে সরবরাহ করার উদ্দেশে এনেছিল তা জানতে মোর্শেদুলকে জিজ্ঞাসাবাদ চলছে। সে কারো নাম বলতে না পারলেও এক মাদক বিক্রেতার মোবাইল নম্বর দিয়েছে। সেটির কললিস্টের সূত্র ধরে ওই মাদক বিক্রেতার পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জিপি