ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, মার্চ ৩১, ২০১৮
চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষক নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (২০) নামে এক ধর্ষক নিহত হয়েছে।

শনিবার (৩১ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় ওই উপজেলার ডুলাহাজার উলুবনিয়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ২টি খোসা জব্দ করা হয়।

সূত্র জানায়, ২৬ মার্চ দুপুরের দিকে নিহত রহিম চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। তার বিরুদ্ধে ২৮ মার্চ থানায় একটি মামলা করে ভিকটিমের স্বজনরা।

র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চত করে বাংলানিউজকে বলেন, নিহত যুবকের বিরুদ্ধে চকরিয়া থানায় শিশু ধর্ষণের মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।