শনিবার (৩১ মার্চ) সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) সিলেট জোনের কার্যক্রমের উপর গণশুনানিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেয়ে এমন বক্তব্য তুলে ধরেন সিলেট বিভাগের চার জেলার বাসিন্দারা। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সড়ক নিয়ে অভাব-অভিযোগের কথা শুনে এ অঞ্চলের মানুষকে আশ্বস্ত করেন এবং রাস্তা-ঘাট দ্রুত মেরামত ও সংস্কারকৃত রাস্তা-ঘাটের গুণমত মান ঠিক থাকছে কিনা সে বিষয়ে নজর রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেন।
সচিব নজরুল ইসলাম বলেন, এরই মধ্যে রংপুর এবং খুলনাতে গণশুনানি হয়েছে। সিলেটের মানুষের কথা শুনতে এটি আমাদের তৃতীয় আয়োজন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর বলেন, সিলেটে আসা পর্যটকরা এ অঞ্চলের রাস্তাঘাট দেখলে গালি দেয়। পর্যটন কেন্দ্রগুলোর রাস্তা এতোই খারাপ যে, একবার গেলে কেউ দ্বিতীয় বার আসার ইচ্ছা পোষণ করে না। আমরা আর গালি শুনতে চাই না। রাস্তা মেরামত চাই- যোগ করেন তিনি।
পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু বলেন, জাফলং সড়ক এখন চলাচলের অনুপযোগী। রাস্তার দুর্ভোগে পর্যটকরাও বিমুখ হচ্ছেন। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত রাস্তার কাজ করানোর অনুরোধ জানান এ জনপ্রতিনিধি।
সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ)-এর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সভাপতিত্বে গণশুনানিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মালেক এবং মো. বেলায়েত হোসেন, সওজ এর প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলীরা।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনইউ/আরআইএস/