শনিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেছনে বিবিএ অনুষদের সামনে থেকে ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তানভীর বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের শিক্ষার্থী ছিলেন। বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ছাত্র তার ব্যাগ ও ফোন রেখে গিয়েছিলো। হয়তো মানসিক বা সাংসারিক চাপে আত্মহত্যা করে থাকতে পারে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, নিহতের পরিচয় ও কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮/আপডেট সময়: ২২০০ ঘণ্টা
এজেডএস/এসকেবি/জিপি/এমএ