রোববার (০১ এপ্রিল) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে নিজেদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন তারা।
আত্মসমর্পণকারী বাহিনী তিনটি হলো- জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনী, ছোট সুমন বাহিনী ও মেহেদী হাসান ওরফে ডন বাহিনী।
এসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, র্যাব-৬ এর সিইও খন্দকার রফিকুল ইসলাম, র্যাব-৮ এর সিইও হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি