ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেকার সমস্যা দূরীকরণে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে     

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মার্চ ৩১, ২০১৮
বেকার সমস্যা দূরীকরণে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে     

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ  থেকে  বেকার সমস্যা দূরীকরণে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। দেশে চাকরির অভাব নেই, তবে যোগ্য লোকের অভাব রয়েছে। তরুণদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। 

শনিবার (৩১ মার্চ) রাজশাহীর বাঘা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড সিভি রাইটিং’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, আগামী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।

 

হতাশা মানুষকে পিছনে ঠেলে দেয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতাশ না হবার পরামর্শ দেন।  

তিনি বলেন, বাংলাদেশে যাতে একটি লোকও বেকার না থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মশালা। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরণের প্রশিক্ষন ব্যবস্থা অব্যাহত থাকবে।

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাটের ইউএনও আশরাফুল ইসলাম, কমিউনিটি রেডিও বড়ালের পরিচালক শাহরিয়ার লিঙ্ক, এনআরবি এর বিজনেস কোঅর্ডিনেটর নাহিদ ফেরদৌস রনীসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।