শুক্রবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পলাশবাড়ি-রংপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।
আটকরা হলেন- পলাশবাড়ি উপজেলার গিরিধারীপুর গ্রামের মৃত আ. হাই সরকারের ছেলে জাকির হোসেন (৩৫), আ. কুদ্দুস আকন্দের ছেলে ফারুক আকন্দ (২৮), মো. গেল্লার ছেলে আনছার (৩৩), মৃত গোকুল দাসের ছেলে শ্যামল দাস (২৯), মো. সোহরাব আলীর ছেলে মো. আ. রাজ্জাক (৩৫) ও রংপুর জেলার পীরগঞ্জ থানার গাংজোয়ার গ্রামের আজিজার রহমানের ছেলে মিলন মিয়া (৩৫)।
ওসি মেহেদী হাসান জানান, আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি