ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ৯ম ওয়েজবোর্ডে নেয়ার দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, মার্চ ৩১, ২০১৮
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ৯ম ওয়েজবোর্ডে নেয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের (বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) নবম ওয়েজবোর্ডে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

শনিবার (৩১ মার্চ) সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দায়িত্বের ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয় প্রতিবেদককে দিয়ে নিজস্ব প্রতিবেদকের সমান বা তারও বেশি কাজ করানো হয়।

অথচ বেতনের ক্ষেত্রে কখনোই তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। বাংলাদেশে এ পর্যন্ত আটটি ওয়েজবোর্ড হলেও কোনোটিতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক শ্রেণিকে গ্রেডভুক্ত করা হয়নি।

গণমাধ্যমভেদে বড় ধরনের বৈষম্য লক্ষণীয় উল্লেখ করে তারা বলেন, ওয়েজবোর্ডে এ সম্পর্কে কোনো নির্দেশনা না থাকায় যুগের পর যুগ অবহেলিত হয়ে আসছেন বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরা।

এছাড়া বেশিরভাগ বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের সপ্তাহের সাত দিনই অফিস করতে হয়। কোনো সাপ্তাহিক ছুটি থাকে না। অন্যদিকে, বেতন পাওয়ার ক্ষেত্রেও তাদের অফিসের ইচ্ছার ওপরই নির্ভর করতে হয়।

দেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন, তরুণ ও মেধাবী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সাংবাদিকতায় উৎসাহ, বেতন বৈষম্য দূরীকরণ এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের অবদানের বিষয়টি বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, ওয়েজবোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয় সাংবাদিক নেতারা।

বাংলাদেশ সময়:২০০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসকেবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।