শনিবার (৩১ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবন সংলগ্ন কালিবাড়ি খালে অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করা হয়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকতা আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিবাড়ি খালে অভিযান চালিয়ে ৩০ লাখ ফাইস্যা পোনা ও দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
পরে জব্দকৃত ফাইস্যা পোনাগুলো দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম ও মৎস্য কর্মকর্তা জয়দেব পালের উপস্থিতিতে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয় এবং নয় জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি