শনিবার (৩১ মার্চ) বিকেলে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ মিলনায়তনে শিক্ষক-অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় অনুপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্ধুদ্ধকরণে শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জনসচেতনতামূলক এ সমাবেশের আয়োজন করে।
গণশিক্ষামন্ত্রী বলেন, দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোকে নীতিমালায় আনতে মন্ত্রণালয়ের টাস্কফোর্স কাজ করছে। তাদের দ্রুতই নীতিমালার আওতায় আনা হবে।
জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য হুইপ মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি