শনিবার (৩১ মার্চ) দুপুরে নগরের বিবির পুকুরের পূর্ব পাড়স্থ বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাঙ্গালিয়া ইউপি সদস্য ও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাহাদুর হোসেন হাওলাদার বলেন, বর্তমান চেয়ারম্যান কাদের ফরাজী ক্ষমতা লাভের পর থেকেই বিভিন্ন ধরনের দুর্নীতি শুরু করেন এবং তার ওই সব দুর্নীতিকে সম্মতি জানানোর জন্য সব ইউপি সদস্যদের চাপ দিতে থাকেন।
এরই মধ্যে চেয়ারম্যানের মিথ্যা মামলায় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন ও ৫ নং ওয়ার্ডের সদস্য ফাতেমা বেগমের স্বামী চুন্নু মাঝি দুই সপ্তাহ কারা ভোগের পর জামিনে আছেন। এছাড়াও ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মো. আলতাফ মীর ও ২ নং ওয়ার্ড সদস্য রাজ্জাক মালকে পুলিশ দিয়ে ধরিয়ে নানাভাবে হয়রানি করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, চেয়ারম্যান তার বাহিনী দিয়ে হাজারী হাট বাজারের ট্রলার ঘাট থেকে চাঁদা আদায়, ফাঁদে ফেলে ইউপি সদস্যদের পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করছেন। পাশাপাশি অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির ৪০ দিনের কাজ ভ্যাকু দ্বারা করিয়ে গরিবের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতি ও অপকর্ম করে যাচ্ছেন চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে ইউপি সদস্য বাহাদুর বলেন, চলতি বছরের ১৩ মার্চ বিভাগীয় কমিশনার, ১৫ মার্চ এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী ও ১৮ মার্চ বরিশালের সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক বরাবর চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে লিখিত দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্যকেও বিষয়গুলো বারবার জানানো হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ কর্তৃক নির্বাচিত জন প্রতিনিধি হবার পরেও দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ায় চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন মামলা ও তার সন্ত্রাসী বাহিনীর হুমকি ধামকির ভয়ে আজ আমরা জনগণের কাছ থেকে অনেক দূরে। আমরা এলাকা ছাড়া হয়েছি। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধের পথে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ মীর, রুবেল ভূঁইয়া, ফাতেমা বেগম, মো. জাকির হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য তহমিনা বেগম, হেলেনা বেগম প্রমুখ।
এ বিষয়ে জানতে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজীকে ফোন করা হলে তিনি জানান, যারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তারা সবাই বিএনপি পন্থি। তারা সংবাদ সম্মেলন করে বলেছে, আমিও তো বলতে পারবো আমার কথা। এখন একটু কাজে ব্যস্ত রয়েছি, বরিশাল আসলে আপনাদের সঙ্গে কথা বলবো।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমএস/আরআইএস/