ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এবার পাগলা মসজিদের দানবাক্সে ৮৫ লাখ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, মার্চ ৩১, ২০১৮
এবার পাগলা মসজিদের দানবাক্সে ৮৫ লাখ টাকা এবার পাগলা মসজিদের দানবাক্সে ৮৫ লাখ টাকা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে থেকে এবার ৮৪ লাখ ৯২ হাজার টাকা পাওয়া গেছে।

একমাস আগেই শনিবার (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে ৮৪ দিনপর দানবাক্স খোলা হয়। পরে টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়।

এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ। বিকেলে গণনা শেষে দানের এ টাকার হিসাব পাওয়া যায়। এছাড়াও দানবাক্স থেকে সোনা, রূপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়।

টাকা গণনার কাজ তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুছাইন, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদসহ প্রশাসনের কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীগণ।

এবার পাগলা মসজিদের দানবাক্সে ৮৫ লাখ টাকা

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বাংলানিউজকে জানান, সাধারণত চার মাস পরপর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার একমাস আগেই দানবাক্সগুলো খোলা হয়েছে। পরে টাকাগুলো গুনে নগদ ৮৪ লাখ ৯২ হাজার টাকা পাওয়া যায়।

তিনি আরও জানান, এই মসজিদের যখন দানবাক্সগুলো খোলা হয়, তখন সাধারণত এক কোটি টাকার কাছাকাছি পাওয়া যায়। এবার আগেই দান বাক্স খোলায় টাকার পরিমাণ কম হয়েছে। টাকাগুলো রূপালী ব্যাংকে জমা রাখা হয়েছে। আর যে স্বর্নালঙ্কার পাওয়া গেছে তা আগের স্বর্ণালঙ্কারের সাথে যোগ করে সিন্দুকে রেখে দেয়া হয়েছে। এছাড়াও দানে পাওয়া গবাদীপশু ছাগল, হাস-মুরগি প্রতি সপ্তাহেই নির্ধারিত দিনে নিলামে বিক্রি করা হয়।  

সর্বশেষ ৬ই জানুয়ারি মসজিদের দানবাক্স খুলে গণনা করে সর্বোচ্চ এক কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা পাওয়া যায়।

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে এই মসজিদের অবস্থান। মসজিদটি অনেক পুরোনো। এখানে জুমার দিন প্রচুর লোকসমাগম হয়। মসজিদে নারীরা আলাদা নামাজ আদায় করতে পারেন। মসজিদের সঙ্গে একটি মাদরাসাও রয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণেই মূলত দূর-দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।