ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফসলের মাঠ থেকে চুরি হয়ে যাচ্ছে কৃষকের ধান!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, মার্চ ৩১, ২০১৮
ফসলের মাঠ থেকে চুরি হয়ে যাচ্ছে কৃষকের ধান! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা সদরের বিভিন্ন ফসলের মাঠ থেকে প্রতিদিন রাতের আঁধারে কৃষকের ধান চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছেন অসহায় কৃষক।

শনিবার (৩১ মার্চ) বিকেলে নেত্রকোনা মডেল থানায় অনুষ্ঠিত বিশেষ ওপেন হাউজ ডে’তে জনপ্রতিনিধি ও কৃষকরা এ অভিযোগের কথা তোলে ধরেন।

এ প্রসঙ্গে কৃষকদের সঙ্গে স্বর মিলিয়ে সদরের সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, অকাল বন্যাসহ কয়েক দফার বন্যায় ফসল হারিয়ে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে অনেক কষ্টে ধার-দেনা করে কৃষক পুনরায় মাঠে ধান চাষ করেছেন। কিন্তু সম্প্রতি একটি চক্র কৃষককে নিঃস্ব করে দিতে মাঠের পর মাঠ খালি করে কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছে।

দেখা যাচ্ছে একজন কৃষক দুই কাঠা জায়গায় ধান বুনেছেন, সেখান থেকে চুরি হয়ে গেছে এক কাঠা জমির ধান। তবে এ ক্ষতি কিভাবে পোষাবে আর বাঁচবেই বা কি করে কৃষক?

এ ব্যাপারে দ্রুত সময়ে প্রতিকার চেয়ে জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন অভিযোগকারীরা।

নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় নেত্রকোনা মডেল থানা পুলিশ এ ওপেন হাউজ ডে’র আয়োজন করে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন। পাশাপাশি মাদক নির্মূলের জন্য সামাজিক সচেতনতাসহ প্রতিটি পরিবারের দৃষ্টি আকর্ষণ করেন।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান, উত্তম রায় (তদন্ত) এবং জেলা সদরের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।