ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নড়াইলে কলেজের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, মার্চ ৩১, ২০১৮
নড়াইলে কলেজের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন মানববন্ধন

নড়াইল: গোবরা মিত্র কলেজের জমি দখলের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার গোবরা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া কলেজের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের আয়োজনে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোবরা বাজারে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্লা, কাজী ওমর ফারুক, প্রকাশ চন্দ্র হালদার, মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন- ১৯৯৪ সালের ৪ সেপ্টেম্বর নড়াইলে গোবরা মিত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজের মাধ্যমে ২ একর ৮৫ শতক জমির ওপর নির্মিত কলেজের ৪৬ শতক জমি পার্শ্ববর্তী রবিউল ইসলাম দখল করার পায়তারা করছেন। কলেজের শিক্ষকদের রবিউল বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও বক্তরা অভিযোগ করেন।

এসময় অবিলম্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্থক্ষেপে ঐতিহ্যবাহী কলেজটিকে রক্ষা করার দাবি জানান বক্তরা।

কলেজের শিক্ষক-কর্মচারীসহ পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।