ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বান্দরবানে বিজিবির ট্রাক খাদে, আহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, মার্চ ৩১, ২০১৮
বান্দরবানে বিজিবির ট্রাক খাদে, আহত ৬

বান্দরবান: বান্দরবানের লাইমিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ট্রাক খাদে পড়ে ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন।

শনিবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে চিম্বুক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বান্দরবান সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, বিকেলে কক্সবাজারের টেকনাফ থেকে একটি থ্রিটনটি (বিজিবির ট্রাক) করে বিজিবি-২ ব্যাটালিয়ানের ২৩ জনের একটি খেলোয়াড়ের দল বান্দরবান থানচি উপজেলার বলিপাড়ায় বিজিবি ক্যাম্পে যাচ্ছিল। ট্রাকটি সদরের লাইমিপাড়ার কাছে এলে ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয় বিজিবি সদস্য আহত হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।