ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বর্তমান সরকারের আমলে নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, মার্চ ৩১, ২০১৮
বর্তমান সরকারের আমলে নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছে

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে নারী প্রধানমন্ত্রী থেকে শুরু করে নারীরা আজ প্লেন ও জাহাজও চালাচ্ছে।

শনিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শাজাহান খান বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কাউকে না কাউকে ভূমিকা নিতে হয়।

তেমনি বঙ্গবন্ধু ভূমিকা রাখায় দেশে স্বাধীনতা এসেছে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আর বর্তমানে শেখ হাসিনার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- সরকারি নাজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ নুরুল হক মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউর রহমান, খলিল বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সাবেক পৌর মেয়র নুরু-ই আলম বাবু চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।