শনিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কাউকে না কাউকে ভূমিকা নিতে হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সরকারি নাজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ নুরুল হক মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউর রহমান, খলিল বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সাবেক পৌর মেয়র নুরু-ই আলম বাবু চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি