জেলা প্রশাসক আতিকুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে ঝড়ের সময় শিলাবৃষ্টির কবলে পড়ে সদর উপজেলার ডহরসিংড়া গ্রামের আকরাম হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। একই সময় মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামে রোহান নামে ৫ বছরের একটি শিশুর মৃত্যু হয়।
অন্যদিকে গাছের ডাল চাপায় আহত শহরতলীর মোল্লা পাড়ার বাসিন্দা আলী মোল্লা শনিবার সকালে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মধ্যে ওলিম মিয়া নামে একজনের অবস্থা এখনো সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকের দেওয়া তথ্য মতে, ঝড় ও শিলা বৃষ্টিতে সদরের জগলদল, বেরইপলিতা ও মঘি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। এসব এলাকায় ১৫০টি কাঁচা ও আধাপাকা বাড়ি-ঘর বিধস্ত হয়েছে।
জেলা কৃষি কর্মকর্তা পার্থ প্রীতম সাহা বাংলানিউজকে বলেন, জেলায় ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ ২ লাখ টাকা, ৩০ মেট্রিক টন চাল ও ৬০ বান্ডিল টিন বিতরণ করা হয়েছে। সহযোগিতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক অতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ