ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ১১টি ককটেলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, মার্চ ৩১, ২০১৮
মাদারীপুরে ১১টি ককটেলসহ আটক ১

মাদারীপুর: মাদারীপুরে ১১টি ককটেলসহ আনোয়ার হোসেন শিকদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব ৮)।

শুক্রবার (৩০ মার্চ) রাতে জেলার কালকিনি উপজেলার আন্ডারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি জানানো হয়।

 আটক আনোয়ার একই এলাকার মৃত আলাল শিকদারের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. হাছান আলী বাংলানিউজকে জানান, নাকশতা পরিকল্পনা নিয়ে একটি চক্র ককটেল তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনির আন্ডারচরে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে বাকি সদস্যরা পালিয়ে গেলেও আনোয়ার হোসেন নামের একজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়।  

আটক ব্যক্তির বিরুদ্ধে কালকিনি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ডজন খানেক মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।