শনিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা মোক্তারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মাহাবুল ওই উপজেলার মধুপুর ইউপির বুড়াদরগাপাড়া দাড়ারহাটের আ. মালেকের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যায় মাহাবুল। এসময় ওই বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাটি আমাদের সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। বিষয়টি রংপুর কোতোয়ালি থানা দেখছে। তবুও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসআরএস