ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে প্রতারণার মামলায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, মার্চ ৩১, ২০১৮
সিরাজগঞ্জে প্রতারণার মামলায় গ্রেফতার ৩ গ্রেফতারকৃতরা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রতারণার মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্ট্যাম্প ও সাদা চেক উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ঘাটিনা এলাকার আবু সামা, কাশিনাথপুর এলাকার আব্দুল মজিদ ও বজরাপুর গ্রামের পলাশ।


এর আগে শুক্রবার (৩০ মার্চ) বিকেলে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, ওই তিন যুবকের বিরুদ্ধে পুলিশ ও সৈনিকে নিয়োগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন তাজ উদ্দিন নামে এক ব্যক্তি।

মামলার প্রেক্ষিতে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫টি একশ’ টাকা মূল্যমানের স্ট্যাম্প, একটি তিন লাখ টাকার ও নয়টি সাদা চেক উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।