ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পু‌লি‌শকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, মার্চ ৩১, ২০১৮
পু‌লি‌শকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: পু‌লিশ সদস্যদের পেশাদা‌রিত্বের পাশাপা‌শি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জা‌নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খা‍ঁন কামাল।

শ‌নিবার (৩১ মার্চ) দুপুরে সাতক্ষীরার দেবহাটা থানার নব‌নি‌র্মিত ভবন উদ্বোধন উপলক্ষে স্থানীয় বি‌পিএম পাইলট স্কুল মাঠে আয়ো‌জিত সুধী সমাবেশে প্রধান অতি‌থির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ১০ বছর আগের পু‌লিশ আর এখনকার পু‌লিশ এক নয়।

পু‌লিশের সক্ষমতা ও দক্ষতা বৃ‌দ্ধিতে কাজ করছে সরকার।

‌কোনো মানুষ যেন থানায় এসে সেবা ব‌ঞ্চিত না হয় উল্লেখ করে তিনি বলেন, জ‌ঙ্গি ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা দেশকে অ‌স্থি‌তিশীল করতে চায়।

এ সময় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তি‌নি।

পু‌লিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপ‌তিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, সাতক্ষীরার জেলা প্রশাসক ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ প্রমুখ।

এর আগে মন্ত্রী ৬ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৯১৬ টাকা টাকা ব্যয়ে নি‌র্মিত দেবহাটা থানার নতুন ভবন করেন। বিকেলে মন্ত্রীর দেবহাটায় আওয়ামী লীগ আয়ো‌জিত জনসভায় ‌যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।