ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হিজলায় সিমেন্টবোঝাই নৌযান ডুবি, আরোহীরা অক্ষত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, মার্চ ৩১, ২০১৮
হিজলায় সিমেন্টবোঝাই নৌযান ডুবি, আরোহীরা অক্ষত

বরিশাল: বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্টবোঝাই মালবাহী নৌযান (বাল্কহেড) ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ মার্চ) সকালে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নৌযানের চালক সুজন মাঝি বাংলানিউজকে জানান, বরিশাল থেকে ২ হাজার ৭০৪ ব্যাগ সিমেন্টবোঝাই করে পাবনার উদ্দেশে যাচ্ছিলেন তারা।

পথিমধ্যে সকাল ৮টার দিকে ঝড়ে শাহ-ইমন নামের তাদের বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এসময় নৌযানে থাকা চারজনের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।  

তিনি বলেন, থানা পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানানোর জন্য মালিক মাদারীপুরের কাঁঠালবাড়ি থেকে হিজলার উদ্দেশে রওনা দিয়েছেন।

নৌযানটি উদ্ধারে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌযানের মালিক জলিল মাঝি।

নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্কহেডটি যে স্থানে ডুবেছে, সে স্থানটি শনাক্ত করা হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।