ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুজানগরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, মার্চ ৩১, ২০১৮
সুজানগরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

পাবনা: পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের গাজনার বিল এলাকায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে ওই এলাকার একটি পেঁয়াজ ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

কৃষকরা হলেন- গাজনার বিল এলাকার মানিকহাট গ্রামের মৃত মোক্তার খাঁ’র ছেলে দুলাল হোসেন (৩০), একই গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে আল আমিন (৩২) ও মৃত মোতাহার শেখের ছেলে লইমুদ্দিন শেখ (৫০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার সকালে মাঠে পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন তারা। দুপুরে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।