শনিবার (৩১ মার্চ) উপজেলার বামনদিঘি বালাপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সবুজ উপজেলার জগদীশপুর সাহাপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ট্রলিচালক সবুজের মারা যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হেল বাংলানিউজকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসআরএস