ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পদ্মাসেতুর কাজ পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৫, মার্চ ৩১, ২০১৮
পদ্মাসেতুর কাজ পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: নির্মাণাধীন স্বপ্নের পদ্মাসেতুর কর্মযজ্ঞ পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সোমবার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পদ্মাসেতু এলাকায় যাবেন তিনি।  

রাষ্ট্রপতি প্রথমে মাওয়া প্রান্ত পরিদর্শন করবেন।

পরে জলযানে জাজিরা প্রান্ত যাবেন। সেতুর কাজ পরিদর্শন শেষে জাজিরা প্রান্তে রেস্ট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  

রাষ্ট্রপতির পদ্মাসেতু পরিদর্শনের বিষয়টি বঙ্গভবন প্রেস উইং সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
মঙ্গলবার (০৩ এপ্রিল) ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।

নিজেদের অর্থায়নে নির্মাণাধীন স্বপ্নের পদ্মাসেতুর ৫৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুর চারটি পিলারের ওপর স্প্যান বসেছে তিনটি।  

এ নিয়ে সাড়ে চারশ’ মিটার সেতু দৃশ্যমান হয়েছে। মোট সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।