ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইনজীবী রথিশকে উদ্ধারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৩, মার্চ ৩১, ২০১৮
আইনজীবী রথিশকে উদ্ধারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ আইনজীবী রথিশকে উদ্ধারের দাবি। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিককে উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মার্চ) নগরীর তাজহাট স্টেশন এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় ঘণ্টা দুয়েক ওই সড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।

এদিকে রথিশ চন্দ্র ভৌমিকের নিখোঁজের খবর পেয়ে তার বাড়িতে ছুটে আসছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তার বাড়িতে অবস্থান করছেন। এনিয়ে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

তিনি জাপানি নাগরিক হোসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আইনজীবী ছিলেন এবং রংপুর বিভাগের হিন্দু কল্যাণবোর্ডের ট্রাস্ট্রি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুরের সভাপতি। এছাড়াও তিনি রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ।

পুলিশ ও তার স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার(৩০ মার্চ) সকালে বাড়ি থেকে বের হন রথিশ চন্দ্র। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন তারা। কোথাও না পেয়ে রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাকে উদ্ধার অভিযানে নামে পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আমরা তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।

সম্প্রতি হোসি কুনিও ও খাদেম হত্যা মামলায় আট জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।