ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেঘনায় মালবাহী কার্গো ডুবি, জীবিত উদ্ধার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, মার্চ ৩১, ২০১৮
মেঘনায় মালবাহী কার্গো ডুবি, জীবিত উদ্ধার ১০

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার ভাষানচর সংলগ্ন মেঘনা নদীতে কোটির টাকার ভোগ্যপণ্যসহ মালবাহী খাজা আজমীর নামে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

জাহাজের চালক, সারেংসহ ১০ জন আশপাশের মাছধরা ট্রলারের জেলেদের সহযোগিতায় জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।

শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঝড়ো বাতাসের কবলে পড়ে উপজেলার ভাষানচর (ঠেঙ্গারচর) সংলগ্ন মেঘনা নদীতে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কার্গো জাহাজের চালক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার ভোর রাতে চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যসহ কার্গো জাহাজ খাজা আজমীর চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশে রওনা হয়। পথে নোয়াখালীর হাতিয়ার ভাষানচর সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়ে। এতে জাহাজটি ঢেউয়ের ধাক্কায় কাত হয়ে মালামালসহ ডুবে যায়। তবে জাহাজের চালক, সারেংসহ ১০ জন আশপাশের মাছধরা ট্রলারের জেলেদের সহায়তায় জীবিত অবস্থায় তীরে উঠে আসে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। প্রথমে মালামাল উদ্ধারের কাজ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।