ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দেবহাটা থানার ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৮, মার্চ ৩১, ২০১৮
দেবহাটা থানার ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেবহাটা থানার ভবন উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা থানার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১  মার্চ) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে ভবনটি উদ্বোধন করেন। এ সময় দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।

ভবন উদ্বোধনকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম  রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, সাতক্ষীরার জেলা প্রশাসক ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী দেবহাটা থানার নবনির্মিত ভবন ও পুলিশ নারী ব্যারাক ঘুরে দেখেন।

৬ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৯১৬ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
পরে মন্ত্রীর দেবহাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।