ভবন উদ্বোধনকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, সাতক্ষীরার জেলা প্রশাসক ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী দেবহাটা থানার নবনির্মিত ভবন ও পুলিশ নারী ব্যারাক ঘুরে দেখেন।
পরে মন্ত্রীর দেবহাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ