ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, মার্চ ৩১, ২০১৮
কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ বন্দি জাহিদ হোসেন (৪২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। জাহিদ হোসেন ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

শনিবার (৩১ মার্চ) দুপুরে কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৩০ মার্চ) দিবাগত রাতে আসামি জাহিদ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এ সময় তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। জাহিদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ২০০৯ সালের ১৭ অক্টোবর থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।