শনিবার (৩১ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। রজুফা একই উপজেলার শিবপুর বিহারিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন মণ্ডলের মেয়ে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রজুফা। স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তাকে পাননি। সকালে নারদ নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে। ময়নাতদন্তেরর প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি সায়েদুর রহমান ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসএস/এসআরএস