ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হোসি কুনিও হত্যা মামলার আইনজীবী নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১১, মার্চ ৩১, ২০১৮
হোসি কুনিও হত্যা মামলার আইনজীবী নিখোঁজ

রংপুর: রংপুর বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ মার্চ) সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

তিনি জাপানি নাগরিক হোসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার আইনজীবী ছিলেন এবং রংপুর বিভাগের হিন্দু কল্যাণ বোর্ডের ট্রাস্ট্রি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রংপুরের সভাপতি ছিলেন।

পুলিশ ও তার স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন রথিশ চন্দ্র। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন তারা। কোথাও না পেয়ে রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাকে উদ্ধার অভিযানে নামে পুলিশ।

এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, এ বিষয়ে জিডি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আমরা তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।  

সম্প্রতি হোসি কুনিও ও খাদেম হত্যা মামলায় আট জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।