শনিবার (৩১ মার্চ) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠানে আসার পর সংশ্লিষ্টরা চুরির বিষয়টি জানতে পারেন।
বিজলী ক্যাবলের বিক্রয়কেন্দ্র ও মেসার্স মিলন ট্রেডার্স নামে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে শহরের টাউন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান, উপ-পরিদর্শক (এসআই)শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজলী ক্যাবলের এরিয়া ম্যানেজার আবুল হোসাইন বাংলানিউজকে জানান, শহরের আরএম কমপ্লেক্সে নিচতলা ভাড়া নিয়ে তাদের বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে।
বৃহস্পতিবার(২৯ মার্চ) রাতে প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ পরিচালনা শেষে কেন্দ্রের ম্যানেজারসহ অন্যরা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বেরিয়ে পড়েন।
বিক্রয়কেন্দ্রের ম্যানেজার সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, ভেতরে দু’টিসহ মোট ১৬টি তালা মেরে কলাপসেবল গেট বন্ধ করে তারা চলে যান। শুক্রবার(৩০ মার্চ) রাতের কোনো এক সময় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সুযোগ নিয়ে চোরেরা বিশেষ কায়দায় সবগুলোর তালা কেটে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে।
তিনি আরও জানান, এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন র্যাকে রাখা বিভিন্ন মাপের বিপুল সংখ্যক কয়েল তার চুরি করে নিয়েছেন চোরেরা। খবর পাওয়ার পরপরই তিনি তার উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাটি অবহিত করেন। পরে তারা এখানে আসেন এবং ঘটনার সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমানের হিসাব করছেন বলেও জানান তিনি। উচ্চপদস্থরা এসে বিষয়টি পুলিশকে জানায়।
একইরাতে মজিবুর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটে অবস্থিত মেসার্স মিলন ট্রেডার্সের সাটারের তালা কেটে এ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ম্যানেজার সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, তার প্রতিষ্ঠান থেকে ১৬টি গ্যাসের সিলিন্ডার ও ৫টি গ্যাসের চুলা খোয়া গেছে।
শহরের টাউন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক(টিএসআই)শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, একইরাতে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এসব ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমবিএইচ/এএটি