আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। ছবি: শাহজাহান মোল্লা
ঢাকা: রাজধানীর গুলশান-১ এর শ্যুটিং ক্লাবের সামনে শেল করপোরেশনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে।
প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।
তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮/আপডেট: ১৩১৪ ঘণ্টা
পিএম/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।