নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাঈদ ভূঁইয়া (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ মার্চ) সকালে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকার মুন্সি গ্রুপের সঙ্গে ভূঁইয়া গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল।
এরই জের ধরে সকালে মুন্সি গ্রুপের লোকেরা ভূঁইয়া বাড়িতে হঠাৎ হামলা চালায়। এসময় তারা সাঈদ ভূঁইয়াকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাঈদ ভূঁইয়াকে বাঁচাতে গিয়ে আহত হন অন্তত ১০ জন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।