ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৩, মার্চ ৩১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

মাদারীপুর: ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফের নৌযান চলাচল শুরু হয়েছে।

প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে লঞ্চ, স্পিডবোট, ফেরিসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।  

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে সাতটা থেকে লঞ্চসহ নৌযান চলাচল শুরু হয়।

এর আগে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে ভোর ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছিলো সব ধরনের নৌযান চলাচল।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাটে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েন। টার্মিনালের মধ্যে আশ্রয় নেন সাধারণ যাত্রীরা। ঘাটে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয় লঞ্চগুলো। সকাল সাড়ে সাতটার দিকে ঝড় কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হয়।

এদিকে ফেরি ঘাট সূত্র জানিয়েছে, ঝড়ের সময় প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো ফেরি চলাচল। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরিতে পরিবহন লোড শুরু করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।