ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, মার্চ ৩১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

মাদারীপুর: তীব্র বাতাস ও বৃষ্টি শুরু হওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল।

শনিবার (৩১ মার্চ) ভোর থেকেই দুর্ঘটনা এড়াতে এ রুটের লঞ্চ,স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, সকাল ৬টা থেকে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় লঞ্চগুলো ঘাটের কাছাকাছি নিরাপদে নোঙর করে রাখা হয়। ঢাকাগামী যাত্রীরা টার্মিনালে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

এদিকে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোর থেকে ঝড়ো বাতাস বইতে শুরু করলে কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চলাচলরত ফেরিগুলোও নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।