ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিলেট মেয়রের দু:খ প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মার্চ ৩০, ২০১৮
পানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিলেট মেয়রের দু:খ প্রকাশ

সিলেট: সিলেট নগরীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে হাজারো নগরবাসী। সাময়িক এ অসুবিধার জন্য নগরবাসীর কাছে দু:খ প্রকাশ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৩০ মার্চ) রাতে একটি সংবাদ বিজ্ঞপতির মাধ্যমে মেয়রের পক্ষ থেকে বলা হয়, গত দু’দিনের কালবৈশাখী ঝড়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের গাছপালা ভেঙে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়।

ফলে নগরীতে পানি সরবরাহে কিছুটা সমস্যা হতে থাকে।  

নগরবাসীর এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন আরিফুল হক চৌধুরী। বিদ্যুৎ ব্যবস্থা মেরামত করার সঙ্গে সঙ্গে পানির সমস্যাও দূর হবে বলে জানান তিনি।
 
তিনি বলেন, বিদ্যুৎ ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নগরবাসী পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ পাবেন।

বাংলাদেশ সময়: ০৩০১, মার্চ ৩১, ২০১৮
এনইউ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।