ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, মার্চ ৩০, ২০১৮
ঈশ্বরদীতে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

পাবনা: পাবনার ঈশ্বরদীতে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মার্চ)  রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোড জিগাতলা মহল্লার আবুল হাশেমের ছেলে জুবায়ের আরেফিন (২২) এবং বকুলের মোড় এলাকার রাকিব সরদারের ছেলে রবিন সরদার (২৪)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ইয়াবা বিক্রি করার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, তাদের নামে মাদক আইনে আগেও মামলা রয়েছে। নতুন মামলা নথিভুক্ত করে আগামীকাল (শনিবার, ৩১ মার্চ) আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।