শুক্রবার (৩০মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের সোনার বাংলা রোডের সোনার বাংলা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার স্টেশনের ৪টি ইউনিট।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঁইয়া বাংলানিউজকে জানান, আগুনে মার্কেটের ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল স্টেশিনের ৪টি ইউনিট আগুন লাগার সঙ্গে সঙ্গে কাজে ঝাপিয়ে পড়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এরপরও প্রাথমিক হিসেবে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনের কারণ বা সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না বলে জানান তিনি।
আরও পড়ুন>>
** শ্রীমঙ্গলে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমএইচকে/এনএইচটি