শুক্রবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া লঞ্চঘাট এলাকা সংলগ্ন মাঝ মরদেহের খণ্ডগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহের খণ্ডগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুনসুর আলী বাংলানিউজকে বলেন, একটি চটের বস্তার ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ২টি পা ও ২টি হাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বিএসকে