ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে কালবৈশাখী ঝড়ে নারী ও শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, মার্চ ৩০, ২০১৮
সিলেটে কালবৈশাখী ঝড়ে নারী ও শিশুর মৃত্যু

সিলেট: সিলেটে কালবৈশাখী ঝড়ে সামিয়া বেগম (৫০) নামে এক নারী ও আহমদ নামে ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া বেগম বালাগঞ্জের সুনাপুর গ্রামের খালিক মিয়ার স্ত্রী এবং শিশু হাসান আহমদ ওসমানীনগরের রংবরণ গ্রামের সুমন আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড়ে টিন উড়ে এসে সামিয়া বেগমের কন্ঠনালি কেটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঝড়ের পর বিকেল সোয়া ৫টায় শিশু হাসান আহমদের মরদেহ পাওয়া যায় স্থানীয় ময়না মিয়ার পুকুরে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, সামিয়ার স্বামীর বাড়ি বালাগঞ্জ হলেও শুক্রবার তিনি ওসমানীনগরের তাজপুর দশহাল গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। ঘরে ঢোকার সময় প্রতিবেশী নূরুল আলমের নির্মাণাধীন ঘরের টিন উড়ে গিয়ে গলা কেটে মারা যান সামিয়া।

এছাড়া ঝড়ের সময় পানিতে ডুবে হাসান আহমদ নামের ১৬ মাসের শিশুটিরও মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনইউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।