শুক্রবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জমেলা বেগম কামালপুর গ্রামের মৃত দেলবার হোসেন সরদারের স্ত্রী।
লক্ষিকুন্ডা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিয়াউল হক জিয়া জানান, শুক্রবার বিকেলে জমেলা বেগম বাড়ির পাশের লিচু বাগানে পাতা কুড়াতে যান। এসময় প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে তিনি আতঙ্কিত হয়ে লিচু বাগানে পড়ে যান।
সন্ধ্যায় বৃষ্টি শেষ হলে স্থানীয়রা লিচু বাগান থেকে তাকে মৃত অবস্থায় খুঁজে পান।
স্থানীয় অনেকের দাবি শিলাবৃষ্টি শুরু হলে প্রচণ্ড আতঙ্কে জামেলা বেগমের মৃত্যু হয়েছে। পরে স্থানীয় কবরস্থানে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনএইচটি