শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ এলাকার শাহিদা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাইজু প্রেমবাগ গ্রামের মোস্তাহার শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় শাহিদা ফিলিং স্টেশনের পাশ দিয়ে দুই বান্ধবী লাইজু ও ঐশী হেঁটে যাওয়ার সময় হঠাৎ দমকা হাওয়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে লাইজুর গায়ের উপর পড়ে। এতে তাড়া দু'জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা লাইজুকে মৃত ঘোষণা করেন। পরে ঐশীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
ইউজি/এনএইচটি