আটকরা হলেন- শহরের রামপুর পাটোয়ারী বাড়ির খোরশেদ আলমের ছেলে ইব্রাহিম প্রকাশ ইভু (২৫) ও একই এলাকার খবির আহম্মদের ছেলে জাহিদ ইমন (২৬)।
শুক্রবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি-অপারেশন) মোহাম্মদ সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, চলতি বছরের ২৫ জানুয়ারি শহরের এসেসকে রোডের জহিরিয়া মসজিদের সামনে ছুরিকাঘাত করে শাকিলকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজহারে ২১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার পাঁচ আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। একজন কারাগারে রয়েছেন।
গ্রেফতার ইব্রাহিম প্রকাশ ইভুর বিরুদ্ধে এর আগেও দু’টি বিস্ফোরক মামলা রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময় ২১৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসএইচডি/এসআরএস